(১) সিলেটের মনিপুরী তাঁত শিল্পের উন্নয়নে প্রশিক্ষণ, নক্সা উন্নয়ন, তাঁত বস্ত্র প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র স্থাপন :
সিলেটের মনিপুরী তাঁতীদেরকে উন্নত প্রযুক্তিতে বয়ন ও রংকরণ, নক্সা ও প্রিন্টিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান, তাঁতীদের উৎপাদিত বস্ত্র প্রাতিষ্ঠানিকভাবে বিপণনের লক্ষ্যে ৩১৬.৭৭ লক্ষ টাকা বিনিয়োগ ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের আওতায় ৬০০ জন মনিপুরী তাঁতীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া তাঁতীদের উৎপাদিত বস্ত্র বিপণনের সুবিধার্থে সিলেটের জিন্দাবাজারস্থ ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে একটি প্রদর্শনী-কাম-বিক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রকল্পটি ইতোমধ্যে রাজস্বখাতে স্থানান্তরিত হয়েছে।
(২) রংপুর প্রশিক্ষণ কেন্দ্র, বেসিক সেন্টার ও প্রদর্শনী-কাম-বিক্রয় কেন্দ্র স্থাপন:
রংপুর ও পার্শ্ববর্তী জেলাসমূহের তাঁতীদের উন্নয়নের জন্য ৩৮৭.১৭ লক্ষ টাকা বিনিয়োগ ব্যয়ে প্রকল্পটি ২০০৮-২০০৯ অর্থ বছরে শুরু হয়ে জুন, ২০১১ মাসে সমাপ্ত হয়েছে। এ প্রকল্পের আওতায় ৫০০ জন তাঁতীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রকল্পটি ইতোমধ্যে রাজস্বখাতে স্থানান্তরিত হয়েছে।
(৩) তাঁতিদের জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচি:
৫০১৫.০০ লক্ষ টাকা ব্যয়ে “তাঁতিদের জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচি” শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের বিতরণকৃত টাকায় অর্জিত সুদ হতে ঘূর্ণায়মান তহবিল হিসেবে ঋণ কার্যক্রমকে অব্যাহত রাখা হয়েছে।
(৪) তাঁত বস্ত্রের উন্নয়নে ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট এবং ১টি বেসিক সেন্টার স্থাপন (৩য় সংশোধিত):
বাস্তবায়নকালঃ জুলাই ২০১০ - জুন ২০১৭ পর্যন্ত।
অধিক উৎপাদনের লক্ষ্যে তাঁতিদের দক্ষতা এবং কর্মক্ষমতা বৃদ্ধিকরণ, বাজারের চাহিদা এবং ভোক্তার পছন্দ অনুযায়ী নতুন নতুন ডিজাইন উদ্ভাবন, বস্ত্রদপ্তরের ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে প্রকল্পের আওতায় নরসিংদী সদরে একটি ফ্যাশন ডিজাইন ও ট্রেনিং ইনস্টিটিউট এবং টাংগাইলের কালিহাতী, সিরাজগঞ্জের বেলকুচি এবং মৌলভী বাজারের কমলগঞ্জে ৩টি প্রশিক্ষণ উপকেন্দ্র স্থাপন করা হয়েছে।
ফলাফলঃ
(৫) ব্যালেন্সিং মডার্নাইজেশন রিনোভেশন এন্ড এক্সপানশন (বিএমআরই) অব দ্যা এক্সিসটিং ক্লথ প্রসেসিং সেন্টার এ্যাট মাধবদী, নরসিংদী (২য় সংশোধিত)।
বাস্তবায়নকালঃ জুলাই ২০১৩ - জুন ২০১৯ পর্যন্ত।
ফলাফলঃ